হ্যাকারদের থেকে নিরাপদ থাকতে আজই আপডেট করুন আপনার ফায়ারফক্স ব্রাউজার

Mozilla Firefox, Firefox, Security Flaw, Patch, Update, ফায়ারফক্স, হ্যাক, আপডেট, সিকিউরিটি,ব্রাউজার,মোজিলা ফায়ারফক্স


ফায়ারফক্স আমাদের অনেকেরই প্রিয় একটি ব্রাউজার, এর জনপ্রিয়তার একটি অন্যতম কারন অন্যান্য ব্রাউজারের তুলনায় এটি র‍্যাম কম ব্যবহার করে।
কপিরাইট : টেক ফিভার বাংলা
সম্প্রতি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে একটি Security Flaw ধরা পড়েছে, যার নাম  Zero-Day Vulnerability.
এর সাহায্যে হ্যাকাররা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই ত্রুটি সম্পন্ন ব্রাউজার ব্যবহারকারীর কম্পিউটার এক্সেস করতে পারবে তার অনুমতি ছাড়াই!

এই Security Flaw এর কবল থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে মোজিলা একটি
সিকিউরিটি প্যাচ সম্পন্ন আপডেট রিলিজ করেছে, যা আপাতত Windows এবং Mac ব্যবহারকারীদের জন্য উপলব্ধ।
আর Linux ব্যবহারকারীরা তাদের ডিস্ট্রিবিউশন হিসাবে এই আপডেট পাবে সময়মতো।
কপিরাইট : টেক ফিভার বাংলা
যদিও মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে আপডেট অটোমেটিক হয়ে যায়, তাও নিশ্চিত হওয়ার জন্য আপনি About থেকে ভার্সন চেক করে মিলিয়ে নিতে পারেন।

Latest Version :
Firefox - 67.0.3
Firefox ESR - 60.7.1

লেখা : টেক ফিভার বাংলা
তথ্যসূত্র : ইন্টারনেট 

মন্তব্যসমূহ