আপনার ফোন 'এজেন্ট স্মিথ' ম্যালওয়্যারে আক্রান্ত নয়তো?


Agent Smith Malware, Virus, এজেন্ট স্মিথ, ভাইরাস, ম্যালওয়্যার

আপনার ফোনও কি এজেন্ট স্মিথ ম্যালওয়্যারে আক্রান্ত?


সম্প্রতি ইন্টারনেট জগতে একটি নতুন ম্যালওয়্যারের নাম শোনা যাচ্ছে যার নাম 'এজেন্ট স্মিথ' !
চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই এজেন্ট স্মিথ আসলে কি?


আপনারা যারা "দ্য ম্যাট্রিক্স" মুভিটি দেখেছেন তারা নিশ্চই বুঝতে পেরে গিয়েছেন এই এজেন্ট স্মিথ কে!
যাইহোক এখানে কিন্তু এজেন্ট স্মিথ কোনো মুভির চরিত্র নয়!
এটি একটি ম্যালওয়্যার বা ভাইরাস!
এই ম্যালওয়্যার ব্যবহারকারীর অজান্তেই তার ডিভাইসের অনান্য অ্যাপের সোর্স কোড বদলে দেয়,
যার ফলে আক্রান্ত ডিভাইসের স্ক্রিনে ভুয়ো বিজ্ঞাপন দেখা দেয়, ডিভাইসে সংরক্ষিত গোপন তথ্য যেমন ব্যাঙ্কিং ডিটেইলস, পাসওয়ার্ড ইত্যাদি চলে যায় হ্যাকারদের হাতের মুঠোয়।
Check Point Research এর রিপোর্ট অনুযায়ী এজেন্ট স্মিথ নামের এই ম্যালওয়্যার
এখনো পর্যন্ত বিশ্বের ২.১ বিলিয়ন অ্যান্ড্রোয়েড মোবাইলে প্রবেশ করেছে, যার ১.২ বিলিয়ন ডিভাইসই ভারতীয়!
কপিরাইট ঃ টেক ফিভার বাংলা

কিভাবে মহামারীর মতো ছড়ালো এই এজেন্ট স্মিথ? 


9  Apps নামের জনপ্রিয় একটি অ্যাপস্টোর/ওয়েবসাইট থেকেই এই এজেন্ট স্মিথ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
ওই ওয়েসবসাইট থেকে অন্যান্য অ্যাপ ডাউনলোড করার সময়  এই ম্যালওয়্যারও অজান্তেই ইনস্টল হয়ে যাচ্ছে ব্যবহারকারীর ডিভাইসে!

কিভাবে বুঝবেন আপনার ডিভাইস আক্রান্ত  কিনা?


উত্তর টা খুবই সোজা, আপনি যদি 9 Apps বা অন্য কোনো ওয়েবসাইট থেকে
কোনো অ্যাপ ডাউনলোড না করে থাকেন তাহলে চিন্তার কারন নেই।
আর যদি করে থাকেন তাহলে এখুনি সেই অ্যাপ আনইন্সটল করে দিন,
সম্পূর্ণভাবে নিশ্চিত হতে যেকোনো এন্টিভাইরাস সফটওয়্যার দিয়ে
ফুল-স্ক্যান করে নিন আপনার ডিভাইসটি,
মনে রাখবেন এন্টিভাইরাস সফটওয়্যারটি অবশ্যই আপডেটেড হতে হবে।


লেখাঃ টেক ফিভার বাংলা
তথ্যসূত্র ঃ ইন্টারনেট
Photo Credit : Check Point Research







মন্তব্যসমূহ