শুরু হয়ে গেল PUBG Lite প্রি-রেজিস্ট্রেশন


PUBG Lite India, PUBG Lite, PUBG, পাবজি, পাবজি লাইট
পাবজি লাইট । PUBG Lite



PUBG । Player Unknown's Battleground প্রেমীদের জন্য সুখবর !
গেমিং জগতে দুর্দান্ত সাফল্যের পর কিছুদিন আগেই PUBG কর্পরেশন তাদের এই গেমের নতুন একটি সংস্করণের ঘোষণা করেছিল যার নাম PUBG Lite. লো-এন্ড কম্পিউটারেও যাতে এই গেম চলতে পারে সেই কথা মাথায় রেখেই বানানো হয়েছে গেমটির এই লাইট সংস্করণ ।
কপিরাইট ঃ টেক ফিভার বাংলা
এবার অপেক্ষার অবসান , গতকাল (২০ জুন) থেকেই ভারতে পাবজি তাদের এই গেমের বিটা সংস্করণের জন্য প্রি-রেজিস্ট্রেশন নেওয়া শুরু করে দিয়েছে, এই প্রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ৪ই জুন ২০১৯ পর্যন্ত ।
আর এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই রেজিস্ট্রেশনকারীরা ১১ই জুলাই ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন তাদের রিদিম কোড ।

চলুন দেখে নেওয়া যাক প্রি-রেজিস্ট্রেশনে অংশগ্রহনকারীদের জন্য কি উপহার রয়েছে পাবজির তরফ থেকে  ঃ


ইভেন্ট রিওয়ার্ড হিসাবে প্রত্যেকে পাবে -
  • Tiger M416
  • Parachute (Cheetah Skin)
কপিরাইট ঃ টেক ফিভার বাংলা
আরো থাকছে কিছু এচিভমেন্টস  -
  • Black Scarf
  • Glasses
  • Bloody Combat Pants
  • PUBG Gold Scarf
  • Stripped Long-Sleeved Shirt
  • Red Sports Top

যেভাবে প্রি-রেজিস্ট্রেশন করবেন  ঃ

ওয়েবসাইটে গিয়ে “PARTICIPATE EVENT” বাটনে ক্লিক করুন,
তারপর ফেসবুক অথবা ইমেইল যে কোনো একটা একাউন্ট ব্যবহার করে লগ-ইন করলেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে ।

লেখা/কপিরাইট - টেক ফিভার বাংলা
তথ্যসূত্র - ইন্টারনেট




মন্তব্যসমূহ